রাজ্য
বিজেপি তপশিলী মোর্চা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা ও বড়জোড়া মণ্ডল- তিনের উদ্যোগে আর নয় অন্যায় কর্মসূচি।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া : হাট আশুড়িয়ায় আজ ভারতীয় জনতা পার্টি তপশিলী মোর্চা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা এবং বড়জোড়া মণ্ডল তিন এর উদ্যোগে আর নয় অন্যায় কর্মসূচি অনুষ্ঠিত হলো। কর্মসূচির অংশ হিসেবে আজ বিজেপি নেতৃত্বের উদ্যোগে একটি পথসভা আয়োজন করা হয়। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিল জেলা বিজেপি এসসি মোর্চা সাধারণ সম্পাদক সঞ্জয় অধিকারী বড়জোড়া মন্ডল 3 চিরঞ্জিত বাউরী এসসি মোর্চা সভাপতি হাট আশুড়িয়া অঞ্চল সনু বাউরি এসসি মোর্চা সহ সভাপতি কৃষ্ণ বাউরী সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এই কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিনে বড়জোড়া বিধানসভা এলাকায় বিজেপির সংগঠন আরো বেশী মজবুত হবে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।