রাজ্য
নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বাঁকুড়া জেলা কমিটির ডাকে ডিআই এর নিকট ডেপুটেশন প্রদান।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া : নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি বাঁকুড়া জেলাকমিটির ডাকে আজ ডিআই প্রাথমিক এর নিকট ডেপুটেশন সম্পন্ন হল। তামিল বাঁধ বাসস্টপ থেকে এক সুসজ্জিত মিছিল শহরের কিয়দংশ পরিক্রমা করে ডিআই অফিসে বেলা সাড়ে ১২ টায় ডিআই অফিসে প্রবেশ করে শিক্ষকরা আবস্থান করেন। ১৪ জনের শিক্ষক প্রতিনিধি দল ডিআই কে ডেপুটেশন দেন ১৯ দফা দাবীতে। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সম্পাদক বিমান পত্র সংগঠনের সভাপতি অশোক মুখার্জী ও গণ আন্দোলনের নেতা ও শিক্ষক সুজয় চৌধুরী। মিছিলে উপস্থিত ছিলেন প্রায় ৮০০ জন শিক্ষক।