রাজ্য
মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুরে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুরে। সূত্রের খবর, শান্তিপুর থানার বাগদিয়া মাহিস্য পাড়ায় অবস্থিত সত্যনারায়ান মন্দিরে সোমবার রাতে হানা দেয় চোরের দল। চোরেরা মন্দিরের দরজা ভেঙে ভিতরে ঢুকে বিগ্রহের গায়ের গহনা সহ প্রনামি বাস্কের টাকা নিয়ে চম্পট দেয়। মঙ্গলবার সকালে পূজারী মন্দির খুলতে এলে বিষয়টি সামনে আসে। প্রসঙ্গত এই নিয়ে তিনবার চুরি হলো এই মন্দিরে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।