কেন্দ্রের কৃষক বিরোধী বিল বাতিলের দাবিতে কেশপুর যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল
শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- কেন্দ্রের কৃষক বিরোধী বিল বাতিল ও সরকারি ২০০০ টাকা কুইন্টাল মূল্যে ধান কেনার দাবিতে এদিন কেশপুর ব্লক যুব কংগ্রেসে বিক্ষোভ মিছিল। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি মহঃ সাইফুল, জেলার সহ – সভাপতি সুহাসিস পণ্ডা, কেশপুর বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি সেখ নাসির, সাধারণ সম্পাদক আজাদ আলী, মুসলেম মল্লিক, আজহার মল্লিক, শেখ আরিফ এবং ব্লক কংগ্রেসের সভাপতি লক্ষী ঘোষ সহ অন্যান্যরা।
জেলা যুব কংগ্রেসের সভাপতি মো: সাইফুল জানান সারাদেশে জুড়ে যেই ভাবে কেন্দ্রীয় সরকার কৃষককেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী কালা আইন নিয়ে এসেছে তারই প্রতিবাদে সারা দেশজুড়ে যুব কংগ্রেসের এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এদিন সারাদেশের সাথে সাথেই কেশপুর বিধানসভার যুব কংগ্রেস কার্যালয় থেকে মিছিল শুরু করে সারা বাজার পরিক্রমা করে মিছিল শেষ হয় কেশপুর ব্লক উন্নয়ন আধিকারিক এর অফিস এর সামনে। তারপর যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল আমরা দেখা করি বক্ল উন্নয়ন আধিকারিক এর সঙ্গে। ব্লক উন্নয়ন আধিকারিক দীপক ঘোষ আশ্বাস দিয়েছেন সরকারি মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে।
জেলা যুব কংগ্রেসের সভাপতি জানান ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত কৃষকদের কাছ থেকে ২০০০ টাকা সহায়ক মূল্যে ধান কেনা হচ্ছে। আমাদের দাবি পূরণ না হলে আমরা আন্দোলন আরও দীর্ঘ থেকে দীর্ঘতর করবো।