রাজ্য
গৌরব ট্রফি 20-20 ফুটবল মেগা ফাইনাল প্রতিযোগিতা মানাচর অঞ্চলের হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া : পল্লীশ্রী মানাচর নেতাজী সংঘ 3-1 গোলে তরুণ সংঘ ফুটবল টিম কে পরাজিত করল। গৌরব ট্রফি 20-20 ফুটবল মেগা ফাইনাল প্রতিযোগিতা আজ মানাচর অঞ্চলের হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত হোলো। মেগা ফাইনালের আজকের খেলাটি আক্রমণ প্রতিআক্রমণে জমে ওঠে। নেতাজী সংঘ VS তরুণ সংঘ ফুটবল টিম। আজকের ফাইনাল খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরব ট্রফির কাণ্ডারী গৌতম মিশ্র, তাঁর সহধর্মীনী সুদীপ্তা মিশ্র, গৌরবট্রফির পরিচালক মহম্মদ ওয়েস, মহিলা ফুটবল কনভেনার স্নেহা মুখার্জী জেলা পরিষদের মেম্বার ও বিশিষ্ট ক্রীড়াবিদ টিঙ্কু মন্ডল মানাচর অঞ্চলের গৌরব কমিটির সভাপতি রঞ্জিত বেপারী ও কমিটির সমস্ত সদস্য সহ বিভিন্ন শ্রেণির ক্রীড়ামোদি মানুষজন।ক্যামেরা রাজেশ সেনের সঙ্গে মোহিত দাস নিউজ বেঙ্গল 365SHOW LESS