বাঁকুড়ার জগদল্লা গ্রামের কাছে জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হল পূর্নবয়স্ক আহত একটি হরিণ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া : বাঁকুড়ার জগদল্লা গ্রামের কাছে জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হল পূর্নবয়স্ক আহত একটি হরিণ। আজ ভোরে হরিনটিকে আহত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এরপর বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হরিনটিকে ঘিরে রাখে। পরে বন দফতরে খবর দেওয়া হলে বন দফতরের বাঁকুড়া রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হরিনটিকে উদ্ধার করে বাঁকুড়া রেঞ্জ অফিসে নিয়ে যায়। যে এলাকা থেকে আহত হরিনটিকে উদ্ধার করা হয়েছে সেই এলাকায় হরিন নেই। ওই এলাকার প্রায় চল্লিশ কিলোমিটার দূরে জয়পুরের জঙ্গলে অন্যদিকে প্রায় একই দূরত্বে রানীবাঁধের জঙ্গলে হরিন রয়েছে। সেখান থেকে হরিনটি কিভাবে জগদল্লা এলাকায় এল তা খতিয়ে দেখছে বন দফতর। বন দফতরের আধিকারিকদের ধারনা ভোর বেলায় কুয়াশার মাঝে জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে দ্রুতগামী কোনো যানবাহনের ধাক্কায় হরিনটির আঘাত লেগেছে। আপাতত চিকিৎসা করে হরিনটি সুস্থ হয়ে উঠলে জঙ্গলে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে বন দফতর।