রাজ্য
কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরী মাঠে ৩৬ তম নদীয়া বইমেলার সূচনা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : ৩৬ তম নদীয়া বইমেলা কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরী মাঠে সূচনা হয়। গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী মেলার উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা শাসক পার্থ ঘোষ, মহকুমা শাসক চিত্রদ্বীপ সেন প্রমুখ। করোনা অতিমারীর কারণে মাত্র ৫০টি স্টল খোলা হয়েছে। কোন সাংস্কৃতিক অনুষ্ঠান এ বছর হচ্ছে না। প্রতিদিন দুপুর একটা থেকে রাত্রি আটটা পর্যন্ত মেলা খোলা থাকবে। ২৪ ডিসেম্বর পর্যন্ত এই মেলা চলবে।