রাজ্য
বিলে ডুবে মৃত্যু হলো একই পরিবারের দুই সদস্যর।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : বিলে ডুবে মৃত্যু হলো একই পরিবারের দুই সদস্যর। মৃতদের নাম দীপালি মোড়ল(৪০) ও দীপ মোড়ল(১২)। ঘটনাটি ঘটেছে, নদিয়ার হরিনঘাটার পারমাঝদিয়া এলাকায়। স্থানীয়রা জানান, দীপালি ও দীপ সম্পর্কে জেঠিমা ভাইপো। শনিবার রেশন তোলার দিন। এদিন জেঠিমা ও ভাইপো দুজনে মিলে ডোঙ্গা করে মগরাবিলের ওপারে বিজরা এলাকায় রেশন তুলতে যায়। রেশন তুলে ফেরার পথে মাঝবিলে ডোঙ্গা উল্টে ডুবে মৃত্যু হয় দুজনের। পরিবারের সদস্যরা জানান, ডোঙ্গা করেই ওপারে রেশন তুলতে যান এলাকার বাসিন্দারা। এদিন দীপালি রেশন তুলতে গেলে দীপ ও যাওয়ার জন্য বায়না ধরে। রেশন তুলে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ দেহ দুটি ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।