এবার কি বিজেপিতে বিনয়-অনীত!
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : বিমল গুরুং শোভা পাচ্ছেন জোড়া ফুল শিবিরে। এবার কি তবে পদ্ম শিবিরে মমতা বন্দোপাধ্যায় ঘনিষ্ঠ বিনয় তামাং-অনীত থাপা? নির্বাচন সামনে আসতেই পাহাড়ে পায়ের তলায় জমি শক্ত করতে ইউএপিএ মামলায় অভিযুক্ত পলাতক বিমল গুরুং-কে দলে যোগদান করিয়েছিল তৃণমূল। রাজনৈতিক মহলের মতে, পাহাড়ের রাজনীতিতে যা ছিল মমতার মাস্টার স্ট্রোক। তবে তারই পাল্টা এবার মমতার দেখানো পথেই ‘ইটের জবাব পাটকেল’এ দিতে চলেছে এবার পদ্ম শিবির। তৃণমূলের প্রতি একরাশ ক্ষোভ দেখিয়ে এবার বিজেপির পথে মোর্চা নেতা বিনয় তামাং ও অনীত থাপা। সূত্রের খবর, চলতি সপ্তাহেই বিজেপিতে যোগ দিচ্ছেন তারা। ইতিমধ্যেই অনীত থাপা তার ফেসবুকে কার্শিয়াং-এর মাউন্টিভেণ্ট গ্রাউন্ডে একটি ‘পরিবর্তনের জনসভা’র কথা বলেছেন। ইতিমধ্যে পাহাড়ে বিনয়-অনীত সমর্থকেরা ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিতে শুরু করেছেন। উল্লেখ্য, গত অক্টোবর মাসেই তৃণমূলকে সমর্থনের কথা ঘোষণা করেন বিমল গুরুং। তবে কোনোভাবেই পাহাড়ে বিমল গুরুংকে মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট করে দেন বিনয়-অনীতরা। মুখ্যমন্ত্রীকে নবান্ন’র বৈঠকে তা জানিয়েও দেন তারা। আর এরই দেড় মাস পর ফের ভোলবদল হতে চলেছে পাহাড়ের রাজনীতিতে। তৃণমূলের সঙ্গে থাকা বিনয় তামাং নিজের অনুগামীদের নিয়ে যোগ দিতে চলেছেন বিজেপি শিবিরে।