শান্তিপুর ৩৪ নম্বর জাতীয় সড়কে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে প্রতিবাদে নামলেন সাংসদ জগন্নাথ সরকার।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : শান্তিপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে পাথর বোঝাই ওভার লোডিং গাড়ি চলাচল বন্ধ করার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ শান্তিপুর ৩৪ নম্বর জাতীয় সড়কে বিজেপি কর্মী সমর্থক দের নিয়ে প্রতিবাদে নামলো রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। প্রায় এক ঘন্টা ধরে চলে এই প্রতিবাদ বিক্ষোভ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে সাংসদ জগন্নাথ সরকার এর সাথে কথা বলে এবং প্রায় ১২ টি পাথর বোঝায় ওভারলোড গাড়ি আটক করে।এই বিষয়ে সাংসদ জগন্নাথ সরকার জানান, গতকাল রাতে তিনি যখন রানাঘাট কুপার্স ক্যাম্প থেকে জনসভা করে নিজের বাড়িতে ফিরছিলেন তখন শান্তিপুর থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের বাথনা ব্রীজের উপরে ওভারলোড যানবাহনের কারণে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে। দীর্ঘক্ষণ যানজট হয়ে থাকার কারণে তিনি নিজেই গাড়ি থেকে নেমে যানজট স্বাভাবিক করার চেষ্টা করেন কিন্তু প্রশাসনের নাকের ডগায় প্রতিদিন এই অবৈধ ভাবে ওভারলোড গাড়ির চলাচল অবাধে করছে অথচ পুলিশ তাদের বিরুদ্ধে কোন আইন গত ব্যবস্থা নেয় না। ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে প্রতিদিনই এই কারণে যানজটের সৃষ্টি হয়।ফলে রাস্তায় যানজট তো হচ্ছেই পাশাপাশি রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ছে তাই আজ এই প্রতিবাদ বিক্ষোভ। আগামী দিনে প্রশাসন যদি এর সঠিক ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আরো বৃহত্তম প্রতিবাদে শামিল হবেন তারা।