দরজার গোড়ায় দাঁড়িয়ে আছেন একাধিক তৃণমূল নেতৃত্ব, ফাঁক পেলেই পালিয়ে যাবেন : জয়প্রকাশ মজুমদার।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : দরজার গোড়ায় দাঁড়িয়ে আছেন একাধিক তৃণমূল নেতৃত্ব। ফাঁক পেলেই পালিয়ে যাবেন তৃণমূল দল ছেড়ে। কৃষ্ণনগর শহর জুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায় পোস্টার পড়া কে কেন্দ্র করে তিনি বলেন যারা মানুষের কাছে না গিয়ে ব্যানার হেডিং পোস্টার দিয়ে প্রচার করেন সেটা তৃণমূলের রাজনীতি। বিগত দিনে মাননীয়া ব্যানার ফেস্টুন পোস্টারে ভরে গেছিল গোটা রাজ্য। মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে এই ধরনের প্রচার তৃণমূলী প্রচার বলে দাবি করলেন বিজেপি রাজ্য নেতৃত্ব জয়প্রকাশ মজুমদার। নদীয়া জেলার কৃষ্ণনগরে বিজেপির জনসংযোগ কর্মসূচিতে হাজির হয়ে জুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায় কে কেন্দ্র করে এই কথাই বললেন বিজেপি রাজ্য নেতৃত্ব জয়প্রকাশ মজুমদার। প্রসঙ্গত একাধিক সময় একাধিকবার কখনো রাজীব বন্দ্যোপাধ্যায় নামে পোস্টার অথবা শুভেন্দু অধিকারীর নামে তার প্রতি লক্ষ্য করা যায় নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে সম্প্রতি কৃষ্ণনগরে পোস্টার পড়ার পর আজ আবার নতুন করে রাজীব বন্দ্যোপাধ্যায় নামে পোস্টার লক্ষ্য করা যায়।নদীয়ার কৃষ্ণনগরে সদর শহরে একাধিক এলাকায় পোস্টার লাগলেন দাদার অনুগামীরা। কিন্তূ কে বা কারা এই পোস্টার লাগিছে এখনো পর্যন্ত জানা যায়নি ।কৃষ্ণনগর শহরের প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রান্তে মুড়ে রাখা আছে সিসিটিভি। সেক্ষেত্রে তাদের কেন চিহ্নিতকরণ করা যাচ্ছে না? না কি আসলে করা হচ্ছে না এই প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে এতে বোঝাই যাচ্ছে যে তৃণমূল দলের মধ্যে বিশাল আকারে ভাঙ্গন ধরেছে।