রাজ্য
রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ঘিরে জল্পনা শান্তিপুরে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : রাজীব বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ঘিরে জল্পনা শান্তিপুরে। মঙ্গলবার শান্তিপুর পৌরসভা এলাকার একাধিক জায়গায় দেখা গেল রাজীব বন্দ্যোপাধ্যায় ছবিসহ লেখা আমরা দাদার ভক্ত পোস্টার। লোকসভা নির্বাচনের পর নদীয়া জেলার পর্যবেক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করে রাজিব বন্দ্যোপাধ্যায় তারপরে একাধিকবার এসেছেন শান্তিপুরে সেখান থেকেই কি রাজীব বন্দ্যোপাধ্যায় অনুগামী সূত্রপাত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এনিয়ে শান্তিপুর শহর ৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি কি বলতে চাইছেন।