বেআইনি ব্যবসা চালানোর অভিযোগে অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের এলাকাবাসীর।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে এলাকায় জুয়া, সাট্টার মত বেআইনি ব্যবসা চালানোর অভিযোগে অভিযুক্ত অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের এলাকাবাসীর। নদীয়ার চাপড়া থানার অন্তর্গত বহিরগাছি গ্রামে বাগমারী বাজার এলাকায় দীর্ঘদিন ধরে এই ধরনের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে কয়েকজন অসাধু ব্যবসায়ী। যার ফলে একদিকে যেমন এলাকার সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে অন্যদিকে রমরমিয়ে চলতে থাকা জুয়া সাট্টার প্রলোভনে পড়ে আর্থিকভাবে নিঃস্ব হয়ে যাচ্ছেন এলাকার বহু গরিব দিন আনা দিন খাওয়া মানুষজন। এলাকাবাসীদের পক্ষ থেকে পূর্বে একাধিকবার চাপড়া থানা অভিযোগ দায়ের করলেও সবকিছু জেনে বুঝেও পুলিশ নির্বিকার ভূমিকা পালন করে চলেছে বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে বারংবার আবেদনের জানিয়েও কোন সুরাহা নাপি বাধ্য হয়ে সোমবার দুপুরে কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ এর কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন এলাকার এক শ্রেণীর শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি। এমনকি এই বিষয়ে স্থানীয় কোন ব্যক্তি প্রতিবাদ করলে তাঁকে ভুঁয়ো কেশ দিয়ে আইনি জটিলতার সৃষ্টি করে জেল খাটানো অভিযোগ ও তুললেন স্থানীয় বাসিন্দারা এলাকার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক এর সঠিক আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদী অভিযোগকারীরা বলে জানা গিয়েছে।