রাজ্য
মুখ্যমন্ত্রীকে রক্ত পিপাসু বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : ‘মুখ্যমন্ত্রীকে রক্ত পিপাসু বলে কটাক্ষ করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।’ রবিবার দুপুরে হালিশহরে দুষ্কৃতী হামলায় আহত বিজেপি কর্মীদের কল্যাণী হাসপাতালে দেখতে আসেন ওই বিজেপি নেতা। পরে সেখানেই তিনি বলেন মুখ্যমন্ত্রী রক্ত পিপাসু, তার নির্দেশেই বিজেপি কর্মীদের রক্ত ঝরছে। প্রসঙ্গত, শনিবার হালিশহরে দুষ্কৃতী হামলায় মৃত্যু হয় সৈকত ভাওয়াল নামে এক বিজেপি কর্মীর। আর তার প্রেক্ষিতেই এই কথা বলেন জয়প্রকাশ বাবু।