রাজ্য
নবদ্বীপ রেলওয়ে রিক্রিয়েশন ময়দান থেকে পদযাত্রার মাধ্যমে বঙ্গধ্বনি কর্মসূচি পালন তৃণমূল কংগ্রেসের।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : বিগত দশ বছরে তৃণমূল শাসিত রাজ্য সরকারের উন্নয়নমূলক খতিয়ানকে সর্ব সাধারণের মধ্যে তুলে ধরতে শুক্রবার বিকেলে নবদ্বীপ রেলওয়ে রিক্রিয়েশন ময়দান থেকে এক পদযাত্রার মাধ্যম এবং বঙ্গধ্বনি কর্মসূচি পালন করলো তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।এদিনের পদযাত্রার অগ্রভাগে ছিলেন নবদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্ববৃন্দ। পদযাত্রাটি নবদ্বীপ শহর প্রদক্ষিণ করে।আসন্ন দুই হাজার একুশের নির্বাচনকে পাখির চোখ করে এইদিনের কর্মসূচি বলে জানা গিয়েছে তৃণমূল সূত্রে। এই দিনের পথ সভায় নবদ্বীপ পৌরসভা প্রতিটি ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী-সমর্থক সহ আনুমানিক হাজার পাঁচেক মানুষ অংশগ্রহণ করেছেন বলে জানা গিয়েছে দলীয় সূত্রে।