আবারও ভাগীরথীর ভাঙ্গনের কবলে শান্তিপুর।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : আবারও ভাগীরথীর নদীর ভাঙ্গনের কবলে শান্তিপুর। শান্তিপুর পৌরসভার অন্তর্গত ১৬ নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট এলাকায় গভীর রাতে ভাগীরথী নদীতে ভাঙ্গন শুরু হয়। এলাকাবাসী রাতের ঘুম ভেঙে যায় ভাঙ্গনের শব্দে। আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসে অনেকেই। সম্প্রতি ওই এলাকায় বেশ কয়েক বার ভাঙ্গন লক্ষ্য করা যায়, নদীগর্ভে চলে যায় বিঘার পর বিঘা চাষের জমি ও বসতবাড়ি। বারবার প্রশাসনের আশ্বাস ছাড়া ভাঙ্গন প্রতিরোধ এর তেমন কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। ফলে প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। এরপর ওই রাত্রে ক্ষোভে শান্তিপুরের স্টিমার ঘাট এর জল প্রকল্প গেটে তালা দিয়ে জল পরিষেবা বন্ধ করার চেষ্টা করেন। ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ আশ্বস্ত করলে এলাকাবাসীর কিছুটা শান্ত হন। তবে রাতের ঘুম বন্ধ করে আতঙ্কে গঙ্গার পাড়ে রাত জেগে পাহারা দেয় এলাকার মানুষ।