“দু’পয়সার সাংবাদিক” মন্তব্যের বিরুদ্ধে বুধবার কৃষ্ণনগরে সাংবাদিকদের প্রতিবাদ মিছিল।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের বিরুদ্ধে যে অসংবিধানিক বক্তব্য রেখেছেন। তার প্রতিবাদে বুধবার জেলার সাংবাদিকরা এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে কৃষ্ণনগরে। সেই মিছিলে জেলার সব সাংবাদিকরা মিছিলে পা মেলান পোস্ট অফিসের মোড় থেকে জেলা শাসকের দফতর পর্যন্ত । মিছিলের আগে সাংবাদিক সুখেন্দু আচার্য ও স্বপন ভৌমিক কেন এই মিছিল সে সমন্ধে বক্তব্য রাখেন। তার পরে জেলাশাসকের দফতরে গিয়ে অতিরিক্ত জেলা শাসক এর কাছে ডেপুটেশন জমা দেন। সাংবাদিকরা সমবেত ভাবে সাংসদের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে । তেমনি তাঁকে ওই বক্তব্যের জন্য ক্ষমা চাইবার দাবি জানিয়েছে । মিছিলের শেষে জেলার সাংবাদিকদের একটি সমন্বয় কমিটি গঠিত হয় । সমন্বয় কমিটির কনভেনার হন আনন্দবাজারে সাংবাদিক সুস্মিত হালদার ও সাংবাদিক সুখেন্দু আচার্য কে নিয়ে।