রাজ্য
ঘন কুয়াশায় জেরে নদীয়ার বিভিন্ন জায়গায় ট্রেন পরিষেবা ব্যাহত।
নিউজ বেঙ্গল ৩৬৫, নদীয়া : সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে নদিয়া সহ পার্শবর্তী অঞ্চল। ঘন কুয়াশায় জেরে ঘর থেকে মানুষ বের হতে পারছেন না। রাস্তায় গাড়ি চলাচল ভীষণভাবে বিঘ্নিত। বিভিন্ন জায়গায় ট্রেন পরিষেবা ব্যাহত। প্রায় সব ট্রেন দুই-তিন ঘন্টা বিলম্বে চলছে।