রাজ্য
গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়ে মৃত্যু তৃণমূল সমর্থকের।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : বিজেপি কর্মী অভিজিৎ মজুমদারকে লক্ষ্য করে গুলি করার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। সূত্রের খবর সোমবার সকালে স্থানীয় বিজেপি কর্মী কর্মসূচিকে কেন্দ্র করে বচসা সৃষ্টি হয় তৃণমূলের একাংশের সঙ্গে। রাত্রে ওই বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ কিন্তু ওই গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়ে মৃত্যু হয় এক তৃণমূল সমর্থকের। ঘটনা নদিয়ার পৌরসভা এলাকার। সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম বাপ্পা সরকার। তার বুকে গুলি লাগে বলে জানা যায়। গুরুতর জখম অবস্থায় তাকে কল্যাণী জহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে জানায়। তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।