রাজ্য
নাগরাকাটায় সাংসদ জন বার্লার গাড়ি আটকালো পুলিশ।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: বিজেপির উত্তরকন্যা অভিযানে যোগ দিতে যাওয়ার পথে নাগরাকাটায় আলিপুর দুয়ারের সাংসদ জন বার্লা সহ বিজেপি কর্মীদের পথ আটকালো পুলিশ। কেন আটকানো হলো সেই প্রশ্নের সদুত্তর পুলিশ দিতে না পারায় বিজেপি বিক্ষোভ দেখাতে শুরু করে।চাপে পড়ে পুলিশ সাংসদের গাড়ি ছেড়ে দিতে বাধ্য হয়। জন বার্লা জানান, ‘শুধু আমাকে নয়, শিলিগুড়ির দিকে যে সমস্ত গাড়ি যাচ্ছে সেই সব গাড়ি আটকাচ্ছে পুলিশ বা অন্যদিকে ঘুরিয়ে দেয়া হচ্ছে’।