মহুয়া মৈত্রর সাংবাদিকদের দুই পয়সার প্রেস বলার তীব্র সমালোচনা করলেন সাংসদ জগন্নাথ সরকার।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: রবিবার কল্যাণীর গয়েসপুরের সুকান্ত সদনে তৃণমূলের কর্মিসভায় যোগদানের পূর্বে গোষ্ঠী বিক্ষোভে মেজাজ হারিয়ে সাংবাদিকদের দুই পয়সার প্রেস বলে চিৎকার করেন। তৃণমূল সাংসদের সাংবাদিকদের প্রতি এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি বলেন, ‘আসলে মহুয়া মৈত্র যেখানেই যাচ্ছেন সেখানে তৃণমূলের লোক পাওয়া যাচ্ছে না। যেকটাই পাচ্ছে তাঁরা বিরোধিতা করছে। মহুয়া মৈত্রর নির্দেশ তাঁরা মানছে না। তাঁর আচরণেও বিরক্ত’। বিজেপি সাংসদ আরো বলেন, ‘তিনি সাংবাদিকদের দুই পয়সার সাংবাদিক বলছেন। আসলে একজন সাংসদের কিছু নীতি মেনে চলা উচিত। মহুয়া মৈত্র সাংবাদিকদের অপমানজনক মন্তব্য করছেন। কর্মিদের যত্রতত্র অপমান করছেন বলে লোক আমাদের দলে আসছেন। রানাঘাটের সাংসদ কটাক্ষ করে বলেন, ‘মহুয়া মৈত্রকে ধন্যবাদ জানাই, তিনি যাতে আরো এরকম করেন যাতে আমাদের মঙ্গল হয়’।