রাজ্য
লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো লরি চালকের।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো লরি চালকের। ঘটনাটি নদীয়া শান্তিপুর ঘোড়ালিয়া বাইপাসের। এলাকা সূত্রে জানা যায়, ওই লরি চালক লরির পেছনের চাকার খোয়া বের করছিল, লরির খালাসী কে বলা হয়েছিল হালকা টানতে। কিন্তু খালাসী বুঝতে ভুল করায় গাড়ি পেছনের দিকে গিয়ার দিয়ে দেয়। যার কারণে লরি চালক ওই লরির চাকার তলায় ঢুকে যায়। এরপরে মৃত্যু হয় ওই লরিচালকের। ঘটনা জানাজানি হতেই এলাকায় প্রচুর মানুষের জমায়েত হয় এলাকার লোকজন শান্তিপুর থানায় ফোন করলে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে মৃত লরি চালককে উদ্ধার করে।