রাজ্য
রাজীব ব্যানার্জী বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, মন্তব্য লকেট চ্যাটার্জীর।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: রাজীব ব্যানার্জির বিজেপিতে যোগদানের জল্পনা উস্কে দিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আজ সকালে তাঁর নির্বাচনী এলাকা হুগলির পোলবায় এক চা চক্রে যোগ দিয়ে জানালেন, ‘বনমন্ত্রী রাজীব ব্যানার্জী বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন’। তিনি দৃঢ়তার সঙ্গে আরো বলেন, ‘শুধু রাজীব ব্যানার্জী কেন, তৃণমূলের অনেক সাংসদ, বিধায়ক ও বহু কর্মী সমর্থক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। সময় এলেই সব দেখতে পাবেন’।