রাজ্য
উপর্যুপরি দুইদিনের বাইক মিছিল বিজেপির বড়জোড়া ব্লকে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া : বিজেপির যুব মোর্চার উদ্যোগে বাইক মিছিল বড়জোড়া ঘুটগুড়িয়া ও মালিয়াড়া অঞ্চলে। বড়জোড়া মন্ডল – ১ বিজেপি যুব মোর্চার সভাপতি সুমন্ত মন্ডল এর নেতৃত্বে বিজেপির কর্মী-সমর্থক দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই বাইক মিছিল আগামী ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপি কর্মীদের বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বিষ্ণুপুর বিজেপির জেলার সভাপতি হরকালী প্রতিহার। বিজেপি বড়জোড়া ব্লক সভাপতি সুভাষ মন্ডল, বাপ্পা চন্দ্রা অধুর্য সহ জেলা যুব মোর্চার একাধিক নেতৃত্ব।