শান্তিপুর স্টেট ব্যাংক শাখায় গ্রাহকদের হয়রানির প্রতিবাদে ডেপুটেশন ও অবস্থান-বিক্ষোভ ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : শান্তিপুর নাগরিক উন্নয়ন কমিটির পক্ষ থেকে শান্তিপুর স্টেট ব্যাংক শাখায় গ্রাহকদের হয়রানির প্রতিবাদে ডেপুটেশন ও অবস্থান-বিক্ষোভ করতে দেখা গেল। এ বিষয়ে নাগরিক উন্নয়ন কমিটির সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে শান্তিপুরের সাধারন মানুষ শান্তিপুর স্টেট ব্যাংক শাখায় পরিষেবা ঠিকঠাক পাচ্ছে না। এছাড়াও গ্রাহকদের সাথে খুবই দুর্ব্যবহার করে ব্যাংকের স্টাফেরা। এছাড়াও শান্তিপুরের যে ক’টি স্টেট ব্যাংকের এটিএম আছে প্রত্যেক এটিএম গুলিতে পর্যাপ্ত টাকা থাকেনা। সবকটা এটিএম ই প্রায় বন্ধের মুখে। দীর্ঘদিনের এই সমস্যার কারণে নাজেহাল শান্তিপুরের স্টেট ব্যাংকের গ্রাহকরা। তাই শান্তিপুরের যারা স্টেট ব্যাংকের গ্রাহক আছে তারা আমাদের শান্তিপুরের নাগরিক উন্নয়ন কমিটি কে একাধিকবার চিঠি করে। তাদের পাশে দাঁড়ানোর জন্য আজ শান্তিপুর স্টেট ব্যাংকের শাখায় একটি ডেপুটেশন জমা দিই। তারা আরো জানান, এরপর যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আগামী দিনে শান্তিপুর নাগরিক উন্নয়ন কমিটি স্টেট ব্যাংকের শাখার সামনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে।