রাজ্য
সৌগত রায়কে শিখন্ডী বানিয়ে কলকাঠি নাড়ছেন অভিষেক ব্যানার্জি ও প্রশান্ত কিশোর ; জয়প্রকাশ মজুমদার।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী ইস্যুতে বারবার থাপ্পর খাচ্ছে, কেন তৃণমূল কংগ্রেস বারবার গালটা বাড়িয়ে দিচ্ছে? একজন বর্ষীয়ান নেতা সৌগত রায় রাস্তায় দাঁড়িয়ে কাপড় খোলার মতো অবস্থা হলো কেন? সৌগত রায় কে শিখন্ডী বানিয়ে কল কাঠি নাড়ছেন অভিষেক ব্যানার্জি ও প্রশান্ত কিশোর আর অপমানিত হচ্ছে বর্ষীয়ান নেতা সৌগত রায়, আমি বলবো ঐ দলে আছেন কেন এত অপমান সহ্য করে, থাপ্পড়টা তো আপনার গালে লাগছে। ঠিক এই ভাষাতেই শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের বৈঠক ইস্যুতে কটাক্ষ করলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।