রাজ্য
ঘরের আলমারি থেকে নগদ অর্থ সহ সোনার গহনা চুরি করে চম্পট দিলো চোরেরা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে বুধবার রাতে নদীয়ার শান্তিপুর সুত্রাগড় সাহাপাড়া এলাকায় একটি বসত বাড়িতে গেটের তালা ভেঙে ঘরের আলমারি থেকে নগদ অর্থ সহ সোনার গহনা চুরি করে চম্পট দিলো চোরেরা। রাস উৎসব উপলক্ষে এই দিন রাতে সপরিবারে ঠাকুর দেখতে বেরিয়ে ছিলেন বলে জানান পরিবারের সদস্য শিবপ্রসাদ সাহা। রাতে বাড়ি ফিরে বিষয়টি বুঝতে পেরে শান্তিপুর থানায় খবর দেওয়া হয় বলে জানান তিনি। পাশাপাশি নগদ একত্রিশ হাজার পাঁচশ টাকা সহ দুটি সোনার গহনা এই দিন চুরি করে নিয়ে যায় চোরেরা বলেও জানান শিবপ্রসাদ বাবু। সম্পূর্ণ বিষয়টির তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।