অনাড়ম্বরে পালিত হল শান্তিপুরের রাস উৎসব।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : অনাড়ম্বরে পালিত হল শান্তিপুরের রাস উৎসব। প্রশাসনের নির্দেশকে মান্যতা দিয়ে শান্তিপুরের সমগ্র রাস উৎসবের পুজো কমিটি ও বিগ্রহ বাড়ি প্রত্যেককেই প্রশাসনের নির্দেশ অনুযায়ী সকাল সকাল প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে শান্তিপুরের রাজপথে ওঠে। নদীয়া জেলার রানাঘাট জেলা পুলিশের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ও এস ডি পিও প্রবীর মন্ডলের নির্দেশ অনুযায়ী, প্রত্যেকটি পুজো কমিটি প্রতিমা নিরঞ্জনের পথে একটি করে বাজনা, ও একটি করে আলোকসজ্জা নিয়ে প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দেয়। এছাড়াও বিগ্রহ বাড়িগুলি অনারাম্ভরে বিগ্রহ ঠাকুর রাই রাজা বিহীন নগরকীর্তন করে শান্তিপুরের সম্পূর্ণ রাজপথ ঘোরে। কিন্তু কোভিড মহামারীর মধ্যেও করোনাকে উৎসবের আবেগে কোথাও খুঁজে পাওয়া গেল না। শান্তিপুরের রাস উৎসবের ঐতিহ্যবাহী শোভাযাত্রা দেখার জন্য কয়েক হাজার মানুষের ভিড় লক্ষ্য করা যায়। প্রশাসনের তৎপরতা থাকলেও ছিল না সাধারণ মানুষের কোনো তৎপরতা। আবেগের সমুদ্রে ভেসে থাকতে দেখা গেছে শান্তিপুরের অসংখ্য মানুষকে। পুলিশের পক্ষ থেকে একাধিক বার সচেতনতার প্রচার থাকলেও সচেতনতা হারিয়ে গেছে উৎসবের আবে