বিজেপি যুব মোর্চার ডাকে মহা বাইক মিছিল অনুষ্ঠিত বড়জোড়ার মাটিতে।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া : একুশের বিধানসভা প্রস্তুতি তুঙ্গে। এই বিধানসভা ভোট কেই পাখির চোখ করে তৃণমূল সরকারের বিরুদ্ধে বড়জোড়া বিজেপি যুব মোর্চার ডাকে এক মহা বাইক মিছিল অনুষ্ঠিত হলো বড়জোড়ার মাটিতে। এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সুশান্ত দা, জেলা যুব মোর্চা পর্যবেক্ষক অনুরণ সেনাপতি, রাঢ়বঙ্গ জোনের যুব মোর্চার পর্যবেক্ষক স্বরূপ ঘোষ, লড়াকু নেত্রী সুজাতা খান। প্রায় দুইশত বাইক নিয়ে এই মহা মিছিল হয়। মিছিলের পর বড়জোড়া চৌমাথা মোড়ে অনুষ্ঠিত হয় স্ট্রীট কর্নার। বিজেপির এই প্রোগ্রাম কে নিয়ে জনগণের উচ্ছ্বাস ছিল দেখার মতো। বর্যরা যুব সভাপতি সৈকত মন্ডল বলেন -” প্রত্যেকটি মানুষ তৃণমূলকে বর্জন করে বিজেপি কে গ্রহণ করছে, তার প্রমাণ এই স্বতঃস্ফূর্ত মিছিল এবং মানুষের উচ্ছাস”