পরপর দুই জুট মিল বন্ধ ভাটপাড়ায় , ঘোষপাড়া রোড অবরোধ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : ভাটপাড়া পৌরসভা এলাকায় দুটি জুট মিলের বন্ধ হওয়ায় যাওয়ায় কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে গেলেন। প্রথমে শ্যামনগর ওয়েভারলি জুট মিল বন্ধ হয়েছিল সেখানে বেকার হয়ে যায় প্রায় তিন হাজার শ্রমিক। তারপরে বন্ধ হয়ে গেল সোমবার ভাটপাড়া রিলায়েন্স জুট মিল। এই জুট মিলে প্রায় সাড়ে চার হাজার শ্রমিক কাজ করেন। সোমবার সকালে কাজে গিয়ে দেখেন কারখানার গেটে ঝোলানো রয়েছে সাসপেনশন অফ ওয়ার্ক। মালিকপক্ষের একতরফা সিদ্ধান্ত বলে ক্ষোভ প্রকাশ করে শ্রমিকরা । শ্রমিকরা ঘোষপাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজনা আরো বেড়ে যায় পরবর্তীতে প্রশাসনের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে এই আশ্বাস পেয়ে রাস্তা অবরোধ করে তা তুলে নেওয়া হয়। এই জুটমিল বন্ধ নিয়ে বিজেপি এবং তৃণমূল এর মধ্যে চাপানউতোর দোষারোপের পর্ব চলেছে।