নন্দীগ্রামে “ওম”লেখা বাইক মিছিল নিয়ে “সেবক” শুভেন্দুর মুখে হরিনাম।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : তিনি শুভেন্দু অধিকারী। প্রথমে দলের বিরুদ্ধে বেসুরো ও পরে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেও, তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার “সাহস” এখনও দেখাতে পারেনি রাজ্যের শাসক দল। তবে আপাতত শুধুমাত্র দলীয় বিধায়ক হয়েও “অরাজনৈতিক” কর্মসূচীতেই স্ট্র্যাটেজি হিসাবে গুরুত্ব দিচ্ছেন তিনি। সোমবার ঠিক সেইরকমই একটি কর্মসূচী নিয়েই এখন কার্যত আলোচনা রাজনৈতিক মহলে। ২০১৬ সালের পর আজ নন্দীগ্রামে রাস উত্সবের উদ্বোধনে গিয়ে ফের জল্পনা উসকে দিলেন তিনি। ॐ লেখা হলুদ পতাকা থেকে হরিনাম, সব মিলিয়ে ভিন্ন বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের রেয়াপাড়া থেকে “দাদার অনুগামী” থেকে প্রায় ৭ কিমি বাইক মিছিল, যাতে বেশিরভাগই স্থানীয় তৃণমূল কর্মী।আর সব বাইকেই হলুদ পতাকায় লেখা ” ওম”। তবে এখানেই শেষ নয়, এদিন রীতিমত খোল-করতাল বাজাতে শোনা গেল শুভেন্দুকে। তবে অরাজনৈতিক মঞ্চে কোন রাজনীতির কথা না বলা শুভেন্দু এদিন তার উত্থানের “আতুরঘর” নন্দীগ্রামের মানুষকে বার্তা দিলেন। আর বক্তব্যে বারবার উঠে এল ধর্মগ্রন্থ থেকে রাসলীলার কথা। এদিন তিনি বলেন,” আমি আপনাদের সেবক। আপনাদের সঙ্গে, নন্দীগ্রামের সঙ্গে, জনগনের সঙ্গে আগেও ছিলাম। আজও আছি আর আগামীদিনেও থাকব।” এরপরই রীতিমতো হরিনামও করেন তিনি। রাজনৈতিক মহলের মতে, মন্ত্রীসভা থেকে পদত্যাগ করার পর থেকেই পরপর দুটি সভায় নিজেকে সেবক বলে পরিচিয় দিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ বা আরএসএসের তৃতীয় শিক্ষাবর্গ উত্তীর্ণ শুভেন্দু।