কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ থেকে রাস উৎসবের গাইড ম্যাপের উদ্বোধন করেন পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসব উপলক্ষে রবিবার সন্ধ্যায় নবদ্দীপ পৌরসভার রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে কৃষ্ণনগর জেলা পুলিশের পক্ষ থেকে রাস উৎসবের গাইড ম্যাপের উদ্বোধন করেন পুলিশ সুপার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক বিশ্বজিৎ ঘোষ। তিনি বলেন, সার্বিক নিরাপত্তার দিকে নজর রেখে প্রতিবার যেরকম ব্যবস্থা থাকে তার থেকেও বেশি পুলিশী ব্যবস্থা রাখা হয়েছে। মহামান্য আদালত ও রাজ্য সরকারের কোভিড গাইড লাইন মেনে সবই করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ মেনে মণ্ডপগুলোতে উচ্চ শব্দ বিশিষ্ট ইংলিশ ব্যান্ড ও ব্যঞ্জনের বদলে ঢাক, ডগর, সানাই বাজানোর কথা বলা হয়েছে। রাত ১০ টার পর বাজনা বাজানো যাবে না বলে ঐদিন জানান পুলিশ সুপার। এছাড়াও উৎসব উপলক্ষে জল পথে নজরদারি থাকবে। আইন শৃঙ্খলা, ট্রাফিক গার্ড,ভিড় নিয়ন্ত্রণে সব রকম ব্যবস্থা ঠিকঠাক রয়েছে বলে তিনি জানান।