রাজ্য
এবার বেসুরো গাইলেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: শীলভদ্র দত্তর পর এবার ফেসবুকে ক্ষোভ উগরে দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ক দীপক কুমার হালদার। শুভেন্দু অনুগামী বিধায়ক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বারবার সংবাদ শিরোনাম দেখে নিশ্চিত হলাম যে ডায়মন্ড হারবার বিধানসভায় নতুন বিধায়ক তৈরী হয়েছেন। খুব ভালো’। তিনি আরো লিখেছেন, ‘বিধায়ক মহাশয় চালিয়ে যান। ডায়মন্ড হারবারের গণদেবতারা সব দেখছেন ঠিক সময়ে উত্তর পেয়ে যাবেন’। যদিও কাকে উদ্দেশ্য করে তিনি এই পোস্ট করেছেন সেই ব্যাপারে বিধায়ক কোনো কিছু খোলসা করে বলেন নি।