পাহাড়ে আবার সক্রিয় হচ্ছেন বিমল গুরুং।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : আবার সক্রিয় হচ্ছেন বিমল গুরুং। প্রায় ৩ বছর পর অজ্ঞাতবাস থেকে প্রকাশ্যে আসেন তিনি। খোলাখুলি সমর্থন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এমনকী তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ক্ষমতায় দেখতে চান বলে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে ছিলেন। এবার নিজের একদা “গড়” পাহাড়ে ফেরার তোড়জোড় শুরু করেছেন তিনি। আর তারই প্রাথমিক ধাপ হিসাবে খুব শীঘ্রই শিলিগুড়িতে জনসভা করে করবেন তিনি। গুরুংপন্থী মোর্চানেতা বিশাল ছেত্রী বলেন, ‘খুব শীঘ্রই পাহাড়ে ফিরবেন বিমল গুরুং। তৃণমূলের সমর্থনে পাহাড়ে রাজনৈতিক কর্মকাণ্ড চালাবো আমরা।” এমনকী তৃণমূলের সঙ্গে এখন কোনও বিরোধ নেই বলেও জানান তিনি। সূত্রের খবর, পাহাড়ে নিজের বাড়িতে ফেরার বিষয়টি সম্ভব হবে রাজ্য সরকার তার উপর থেকে মামলা প্রত্যাহার করে নিলে। বিমল গুরুংয়ের নামে ইউএপিএ ধারায় মামলা রয়েছে। এই পরিস্থিতিতে পাহাড়ের হারানো জমি ফিরে পেতে মরিয়া বিমল গুরুং। সূত্রের খবর, বিমল গুরুং শীঘ্রই কলকাতা থেকে শিলিগুড়ি এসে পদযাত্রা করবেন। শিলিগুড়ির বাঘাযতীন পার্কে হবে এই জনসভা। উল্লেখ্য, কালচিনি, মাদারিহাট ও কুমারগ্রাম তিনটি বিধানসভায় প্রায় ৩০ শতাংশ গোর্খা ভোটার রয়েছেন, যারা ওই তিনটি আসনের জেতা–হারা নিয়ন্ত্রণ করেন। তাই বিমলের পাহাড়ে ফেরা যথেস্ট গুরুত্বপূর্ণ।