রাজ্য
বনধ সফল করতে বৃহস্পতিবার সকালে রানাঘাটে মিছিল করলো বামেরা।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : কৃষি বিল সহ মোট সাত দফা দাবি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে বনধ ডেকেছে কৃষক সভা। আর সেই বনধ সফল করতে বৃহস্পতিবার সকালে রানাঘাটে মিছিল করলো বামেরা। এদিন সকালে সিপিএম এর রানাঘাট জোনাল এর পক্ষ থেকে রানাঘাট শহরে মিছিল করা হয়। এই মিছিল রানাঘাট পুরসভার সামনে থেকে শুরু হয়ে বাজার সহ একাধিক এলাকা প্রদক্ষিণ করে।