“ওর অনুগত হয়ে কাজ করবো না”- মন্ত্রীর নিশানায় অনুব্রত।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : এ যেন গৃহযুদ্ধের পরিবেশ। ভোট যত এগিয়ে আসছে, ততই বিদ্রোহ বাড়ছে তৃণমূলে। এবার তারই আচ পাওয়া গেল মঙ্গলকোটে। রাজ্যের জনশিক্ষা প্রচার ও গ্রন্থাগার মন্ত্রীর নিশানায় বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। এমনকী মঙ্গলকোটের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সরাসরি “অনুব্রতর অনুগত” হয়ে কাজ করবেন না বলে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন। মঙ্গলকোটের পর্যবক্ষেক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে অনুব্রতকে। ইতিমধ্যে এই বিধানসভা এলাকায় কাজও শুরু করেছেন, অভিযোগ, মন্ত্রী ও তার অনুগামীদের কার্যত “পাত্তা”ই দিচ্ছেন না অনুব্রত। নিজের পরিচিত স্টাইলেই কাজ করছেন তিনি। মন্ত্রী অনুগামীদের অভিযোগ, ইতিমধ্যে অনেককেই গাজা সহ একাধিক কেসে ফাসিয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। যা নিয়ে এরই মধ্যে জেলা শাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করে অভিযোগও করেছেন সিদ্দিকুল্লা চৌধুরী। তবে গোটা ঘটনায় যে তিনি ক্ষুব্ধ তা স্পষ্ট করে দিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, ” যাকে দায়িত্ব দিয়েছেন, তিনি তাহলে জেতাবেন। অনুব্রতর অনুগত হয়ে আমি কাজ করতে পারব না, এটা স্পষ্ট বলে দিলাম। ওর মেজাজ জানি, চিনি।” এমনকী নির্বাচনে অনুব্রত মণ্ডলের ভুমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সিদ্দিকুল্লা চৌধুরী। তার বক্তব্য, ” গত নির্বাচনে ওর কী ভুমিকা সেটা মানুষ দেখেছে। আমায় স্বাধীনভাবে মঙ্গলকোটে কাজ করতে দিতে হবে। নয়ত হাত পোড়াতে আমি মঙ্গলকোটে যাব না।” সূত্রের খবর, অনুব্রত দায়িত্ব পাওয়ার পর থেকেই বেজায় খাপ্পা তিনি। এমনকী, তিনি ( অনুব্রত) দায়িত্ব পাওয়ার পর থেকে মঙ্গলকোটে কেষ্ট অনুগামীরা নানা রকম অবৈধ কাজ এমনকী বেআইনি বালি খাদান এর কাজও রমরমিযে চলছে বলে অভিযোগ।