রাজ্য
কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রাণীমা অমৃতা রায়ের দেবীবরণ।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, নদীয়া : এবছর নাটমন্দির প্রবেশ নিষেধ দর্শনার্থীদের। প্রতিবছর দূর্গা উৎসব কৃষ্ণনগর রাজবাড়িতে তাদের পরিবার ও পালিত হয় প্রচুর অগণিত দর্শনার্থীদের উপস্থিতিতে। এবছর সাক্ষী থাকলো অন্য অভিজ্ঞতা। জগদ্বাত্রী রূপের নামকরনের পেছনে রয়েছে সূক্ষ্মতর ধর্মীয় দর্শন।উপনিষদে এঁর নাম উমা হৈমবতী। বিভিন্ন তন্ত্র ও পুরান গ্রন্হে ও এঁর উল্লেখ পাওয়া যায়। জগদ্বাত্রী পুজা দেবী দূর্গার অন্য এক রূপের পূজা । কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্বাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। অষ্টাদশ শতকে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কৃষ্ণনগরে এই পূজার প্রচলন করার পর এর জনপ্রিয়তা বৃদ্ধি পায়।