যাদের ইতিহাস নিয়ে কোনো জ্ঞান নেই তাদের এই সকল বিষয় নিয়ে চর্চা না করাই বাঞ্ছনীয় : সূর্যকান্ত মিশ্র।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া : কেন্দ্র সরকার প্রণীত কৃষি বিল বাতিল করা ব্যাংক বীমা সহ একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারি করণের প্রতিবাদে আয়করদাতা নন এমন মানুষকে প্রতি মাসে ৭৫০০ টাকা দেওয়া আগামী ২৬ নভেম্বরের সাধারণ ধর্মঘটের সমর্থন সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার সি পি এমের পক্ষ থেকে বাঁকুড়া মাচানতলা ডি এম অফিসের সামনে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় যেখানে সি পি এমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন । তার আগে সি পি এমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের নেতৃত্বে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয় যাতে স্থানীয় সি পি এম নেতা ও কর্মী উপস্থিত ছিলেন । তাঁরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে যান । সূর্যকান্ত মিশ্র এদিন সভামঞ্চ থেকে সম্প্রতি আদিবাসীদের ভগবান বিরসা মুণ্ডাকে নিয়ে এই জেলাতে যে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি হচ্ছে সেই নিয়ে মুখ খোলেন তিনি বলেন যে যাদের ইতিহাস নিয়ে কোনো জ্ঞান নেই তাদের এই সকল বিষয় নিয়ে চর্চা না করাই বাঞ্ছনীয় । এরই পাশাপাশি সি পি এমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র তীব্র ভাষায় কেন্দ্র ও রাজ্য সরকারকে আক্রমণ করেন । অমিত শাহের বাঁকুড়া সফরের পরপরই মমতা ব্যানার্জির এই জেলায় আসাকে তিনি তীব্র ভাষায় কটাক্ষ করেন । শুভেন্দু অধিকারীকে নিয়ে কোনো প্রশ্নের উত্তর দিতে তিনি রাজী হননি । বিজেপির পক্ষ থেকে রাজ্যে যে রাষ্ট্রপতি শাসনের দাবি করা হয়েছে সেই বিষয়ে তিনি তাঁর দলের অবস্থান স্পষ্ট করেন । তিনি জানান যে তাঁরা নীতিগত ভাবে রাষ্ট্রপতি শাসন লাগানোর বিরুদ্ধে । তিনি জানান যে তাঁর দল চায় যেন রাজ্যেপাল পদটিরই অবলুপ্তি ঘটানো হয় ।