রাজ্য
জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের অন্যতম উৎসব হল বাঁদনা পরব।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের অন্যতম উৎসব হল বাঁদনা পরব।কার্ত্তিক মাস পড়লেই শুরু বিভিন্ন রকম প্রাকৃতিক রং করে ঘর পরিষ্কারের পালা। কার্ত্তিক মাসের অমাবস্যার আগের দিন ঘাওয়া,পরেরদিন অমাবস্যার দুপুরে প্রত্যেক গবাদি পশুকে স্নান করিয়ে সিঙে কচড়া তেল দিয়ে তাদের যত্নসহকারে খাওয়ানো হয়। গ্রামের সব গবাদিপশুকে একত্রিত করে চারণভূমিতে নির্দিষ্ট রীতি মেনে ঘটপূজো করা হয় ও খঁড় ডেঙহানো হয়। যে গরু ডিম ভাঙে তাকে বরণ করা হয়। সন্ধ্যার দিকে কাসীজিওরী,চালগুড়িতে গুড় ঘি মধু কার্পাস তুলো, শালপাতায় মলতা ঘাঁসের সাথে সন্ধ্যা দ্বীপ দেওয়া হয়। রাত্রে আবার গবাদিপশুর সিঙে কচড়া তেল দিয়ে,খাবার দেওয়ার পর গোয়ালঘরে জাগরণের ঘৃতপ্রদীপ স্থাপন করা হয়।