দেব সেনাপতি মুরুগান এর আরাধনায় মেতে উঠবে সোনামুখী শহর।
মোহিত দাস, নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া : কালী কার্তিকের শহর হিসেবে পরিচিত বাঁকুড়ার প্রাচীন পৌরশহর সোনামুখী । কালীপুজোর রেশ এখনও কাটেনি তার মধ্যেই আজ থেকে গোটা শহর মেতে উঠবে দেব সেনাপতির আরাধনায় ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে।সোনামুখী শহরে সব মিলিয়ে শ’খানেক কার্তিক পুজো হয়ে থাকে কিন্তু সরকারি অনুমোদন প্রাপ্ত কার্তিক পুজোর সংখ্যা সতেরোটি । যার মধ্যে অন্যতম মাইত কার্তিক বা মধ্যম কার্তিক , বড়ো কার্তিক , মহিষঘোট কার্তিক বকুলতলা কার্তিক প্রভৃতি । তবে অন্যান্য বছর যে জৌলুস পূর্ণভাবে কার্তিক পুজো হয়ে থাকে এবছর তা আর হচ্ছে না সৌজন্যে করোনা ভাইরাস । মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে সোনামুখীর সমস্ত পুজো কমিটি তাদের বিভিন্ন অনুষ্ঠানে কাটছাঁট করেছেন । তাছাড়া এবার হচ্ছে না কালীপুজোর মতই কার্তিক কার্নিভালও। প্রতিবছর সোনামুখী চৌমাথায় ১৭ টি কার্তিক একত্রিত হয়ে আতশবাজি অংশগ্রহণ করেন কিন্তু হাইকোর্টের নির্দেশে এবার তা সম্পূর্ণ বন্ধ । স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস থাকলেও কিছুটা মন খারাপ ।