এবার জ্যোতিপ্রিয় মল্লিককে খোলাখুলি চ্যালেঞ্জ দিলীপ ঘোষের।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : এবার জ্যোতিপ্রিয় মল্লিককে খোলাখুলি চ্যালেঞ্জ দিলীপ ঘোষের। তাও আবার উত্তর ২৪ পরগনাতে দাড়িয়েই। যে জেলার সভাপতিও রাজ্যের খাদ্যমন্ত্রী। উৎসবের মরশুম এখনও কাটেনি । তার মধ্যে একুশে লড়াইয়ের ওয়ার্ম-আপ শুরু করে দিল বিজেপি। সোমবার ভাইফোটার দিন বারাসতের চা-চক্র থেকে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতিকে কার্যত নিশানা করলেন দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, ”জ্যোতিপ্রিয় কোথায় দাঁড়াবেন শুধু বলুন। যে কেন্দ্রেই দাঁড়াবেন, ওঁকে হারিয়ে দেব। ওঁকে আর মানুষ চায় না।” একুশের আগে জনসংযোগ না বাড়ালে তৃণমূলের বিপুল জনপ্রিয়তায় ভাঙন ধরানো মুশকিল, তা বুঝতে পারছে বঙ্গ বিজেপি। আর তাই বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই তাতে জোর দিচ্ছে জনসংযোগে । সোমবার তেমনই চা-চক্র ছিল বারাসতের কলোনি মোড়ে। যে বারাসাত রাজ্যের খাদ্যমন্ত্রী ও তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের গড় বলেই পরিচিত। সেখানেই তাঁকে খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন দিলীপ ঘোষ। ‘কাটমানি’ ইস্যুতেও তাঁকে বিঁধেছেন বিজেপি রাজ্য সভাপতি। এদিন দিলীপ ঘোষ আরও বলেন, “বাংলাকে গুজরাটের মতো উন্নতির শিখরে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য।”