বাবার মাধ্যমে ছেলেকে বার্তা, রীতিমতো বিব্রত ও বিরক্ত শিশির অধিকারী।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: শুভেন্দু অধিকারী বিতর্কে তৃণমূল কংগ্রেসে অস্বস্তি বেড়েই চলেছে। কখনো সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়ের নাম না করে তুই তোকারি করে শুভেন্দুকে আক্রমণ কখনো বা প্রশান্ত কিশোরকে অধিকারী বাড়িতে পাঠিয়ে সমঝোতার বার্তা। তাতেও শুভেন্দু অধিকারীকে থামানো যাচ্ছে না। তাই এবার সরাসরি শিশির অধিকারীর কাছে দলের সতর্কবার্তা। সূত্রে খবর, আজ সকালেই শিশির অধিকারীর কাছে শুভেন্দুর নামে সতর্কবার্তা পৌঁছেছে। বলা হয়েছে, দলের শৃঙ্খলার উপরে কেউ নয়। শুভেন্দুর একাধিক রাজনৈিতক কাজের উপর নজর রাখছে দল। না শুধরালে দল কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবে। জানা গেছে, ছেলের ব্যাপারে দলের কাছে থেকে সতর্কবার্তা পেয়ে রীতিমতো বিব্রত ও বিরক্ত শিশির অধিকারী। অসন্তোষ প্রকাশ করে তিনি জানিয়েছেন, দলের সঙ্গে পারিবারিক সম্পর্কের কোনও জায়গা নেই।অন্যদিকে দলের কাছ থেকে সতর্কবার্তা পেয়ে শুভেন্দু অধিকারী নতুন উদ্দ্যমে আরো বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি আজ নন্দীগ্রামে কালী পুজো উদ্বোধনের মঞ্চ থেকে বলেছেন, ‘ঘূর্ণিঝড়ের পর কেউ আসেনি, আমিই বারবার ছুটে এসেছি,পাশে থেকেছি। তাঁর এই মন্তব্যে তৃণমূল কংগ্রেস বেশ অস্বস্তিতে পড়েছে বলে সূত্রে খবর।