আক্রান্ত দিলীপ ঘোষ। হামলা কনভয়ে, কালো পতাকা ও গো ব্যাক স্লোগানে রণক্ষেত্র আলিপুরদুয়ার।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: ফের আক্রান্ত দিলীপ ঘোষ। এবার হামলা করা হল কনভয়ে। এখানেই শেষ নয়। দেখানো হয় কালো পতাকাও। মুখে গো ব্যাক স্লোগান। তবে এবার অভিযোগের কাঠগড়ায় তৃণমূল নয়, নিশানায় গোর্খা জনমুক্তি মোর্চা। অভিযোগ, জয়গাঁতে একটি জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যাওয়ার পথে দলসিংপাড়াতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পুলিশের দাবি, পঁচিশটি বাইক নিয়ে র্যালির অনুমতি নিয়েছিল বিজেপি। অনুমতি না থাকা সত্ত্বেও কার্যত গায়ের জোড়ে কমপক্ষে একশোটি বাইক নিয়ে র্যালি করার চেষ্টা করেন দিলীপ ঘোষ। তাতেই বাধা দেয় পুলিশ। বচসা বাঁধে দু’পক্ষের। পুলিশের অভিযোগ, কর্ডন ভেঙে বেআইনিভাবে বাইক র্যালি চালিয়ে যাওয়ার চেস্টা করে বিজেপি কর্মীরা। জয়গাঁর মঙ্গলাবাড়িতে পৌঁছয় র্যালি। আর সেখানে বিজেপি রাজ্য সভাপতির কনভয় লক্ষ্য করে পাথরবৃষ্টি শুরু হয়। দিলীপ ঘোষকে ঘিরে চলে গো ব্যাক স্লোগান। তাঁকে কালো পতাকাও দেখানো হয়। এরপর কোনওক্রমে সভায় হাজির হন তিনি। দিলীপ ঘোষের পাশাপাশি কালচিনির বিজেপি বিধায়ক উইলসন চম্প্রামারির গাড়িও ভাঙচুর করা হয়।অভিযোগ, গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থকরা এই কাণ্ড ঘটিয়েছে। যদিও গেরুয়া শিবিরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে গোর্খা জনমুক্তি মোর্চা। এর প্রতিবাদে আজ বিকেল ৪ টে থেকে রাজ্যজুড়ে রাস্তা অবরোধ করা হবে বলে জানিয়েছেন যুব মোর্চা সভাপতি সৌমিত্র খান।