পূর্ব মেদিনীপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: বিজেপি একাধিক কর্মীকে গাছে ঝুলিয়ে হত্যার অভিযোগ ছিল, এবার বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। বুধবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার গাজিপুর গ্রামে এক বিজেপি কর্মীকে পিটিয়ে মারা হল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এখনও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, করোনা আক্রান্ত তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী টিঙ্কু পাল গ্রামের নলকূপ থেকে জল নিয়ে গিয়েছেন, এই অভিযোগ জানাতে এলাকার আশা কর্মী মিনতি জানার বাড়িতে গিয়েছিলেন ১৭৭ নম্বর বুথে বিজেপির সম্পাদক গোকুলচন্দ্র জানা। সেখানেই আশা কর্মীর স্বামী শঙ্কর জানার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে জানা গিয়েছে। এই সময় গোকুল জানাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। এছাড়াও এই হামলায় জড়িত করোনা আক্রান্ত টিঙ্কু পাল ও তার দলবল বলে জানা গিয়েছে। 62 বছর বয়সী গোকুলচন্দ্র জানার ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে অভিযোগ করা হয়েছে, এই ঘটনায় তৃণমূল জড়িত। বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, গোকুলচন্দ্র জানার পরিবার বিচার পাবে। সেই বিচারের বন্দোবস্ত করা হবে। তিনি আরও বলেন, ময়নাতদন্ত হয়ে দেহ পরিবারের হাতে না তুলে দেওয়া পর্যন্ত কাঁথি হাসপাতাল ঘিরে রাখুন বিজেপি কর্মীরা। কেননা, তার দেহ নিয়ে পুলিশ চলে যেতে পারে। অন্য কোথাও অন্তেষ্টি করতে পারে তারা। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব বিজেপির তোলা সব অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূলের দাবি, বিষয়টি পারিবারিক, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ওই বিজেপি কর্মীর।