গোষ্ঠী কোন্দলে অন্ডালে প্রকাশ্যে চললো গুলি, মৃত তৃণমূল কর্মী।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: অণ্ডালে খাসকোজোয়ারার বৈধ কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের রাস কার হাতে থাকবে, তা নিয়ে বচসা থেকে শুরু হয়ে যায় হাতাহাতি। পরে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা, আর তাতেই মৃত্যু ধরমবীর নুনিয়া নামে এক তৃণমূল কর্মীর।সূত্রে খবর, বুধবার গভীর রাতে সক্রিয় তৃণমূল কর্মী ধরমবীর নুনিয়া কয়েকজনের সঙ্গে মদের আসরে বসে ছিলেন। সেখানেই বিদ্যুৎ নুনিয়া নামে অপর এক তৃণমূল কর্মীর সঙ্গে তাঁর বচসা শুরু হয় খাসকোজোয়ারার বৈধ কয়লা খনি থেকে কয়লা তোলার দায়িত্ব কার হাতে থাকবে তা নিয়ে।অভিযোগ সেই সময় আচমকাই ধরমবীরকে লক্ষ্য করে গুলি চালায় বিদ্যুৎ। সেখানেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে ধরমবীরকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত বিদ্যুৎ নুনিয়া পলাতক বলে জানা গিয়েছে। অভিযুক্ত বিদ্যুতের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।এই ঘটনার পর স্থানীয় তৃণমূল নেতৃত্বের কোনো বক্তব্য পাওয়া যায় নি। আসানসোলের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় টুইট করে জানিয়েছেন, ‘আর কয়েকমাসের ব্যাপার, তারপর আসানসোলকে আর এসব সহ্য করতে হবে না।’