রাজ্য
বিহার ভোটের ফলাফলে বাঁকুড়ার বিজেপিতে শুরু হোল আনন্দ উৎসব।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া : বিহার ভোটের ফলাফলে বাঁকুড়ার বিজেপিতে শুরু হোল আনন্দ উৎসব।আজ সাংসদ সুভাষ সরকারের অফিসের সামনে কর্মীরা গেরুয়া আবির দিয়ে সকলকে অভিনন্দিত করেন। একে অপরের মুখে তুলে দেন মিষ্টি। ফাটানো হয় বাজি। স্লোগান সহ এই আনন্দ উচ্ছ্বাসটি ছিল পরিমিত ও নিয়ন্ত্রিত।