রাজ্য
দিকে দিকে বিদ্রোহ, এবার মুখ খুললেন আরামবাগের বিধায়ক।
নিউস বেঙ্গল 365, নিউসডেস্ক: নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূলে বিদ্রোহীর সংখ্যা তত বাড়ছে। আজ সংবাদ মাধ্যমের সামনে একরাশ ক্ষোভ উগরে দিলেন আরামবাগের বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা। তিনি জানালেন, ‘দলে বিধায়কদের কোনো সন্মান নেই। আমি দুবারের বিধায়ক, আমার কোনো সন্মান নেই। কোর কমিটি করে দেয়া হয়েছে, সেই কমিটি বিধায়কদের কথা শোনে না। বছরে একবার এসে এলাকায় যাদের গ্রহনযোগ্যতা নেই তাঁদের দায়িত্ব দিচ্ছে কোর কমিটি। নিজেরাই সব মতামত নিয়ে চাপিয়ে দেয়।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘উপরের নেতৃত্ব যদি কোনো বিহিত না করে তাহলে আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে।’