রাজ্য
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বড়জোড়াতে তৃণমূল কংগ্রেসের মিছিল।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক, বাঁকুড়া : আজ বড়জোড়াতে তৃণমূল কংগ্রেসের পক্ষ হতে এক মিছিল করা হয়। মূলত দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আজকের মিছিল হলেও মিছিলে বিজেপির বিভিন্ন নীতির বিরুদ্ধে স্লোগান ওঠে। গলায় পোস্টার ঝুলিয়ে মহিলাদের মিছিলের সামনের সারিতে হাঁটতে দেখা যায়। পোস্টরে লেখা বিজেপির হাত থেকে আমার দুর্গাকে বাঁচাও। ওয়াকিবহাল মহলের মতে এবার বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের উপর অত্যাচার এবং দলিতদের উপর অত্যাচার বিধান সভা ভোটে প্রচারের অস্ত্র হতে পারে। আজকের মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল নেতৃ তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের যুব সভাপতি অর্চিতা বিদ।