রাজ্য
বিহার ভোটের প্রচারে যাওয়ার পথে রাজ্যে প্রধানমন্ত্রী।
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক: হঠাৎ রাজ্যে প্রধানমন্ত্রী। বিহার ভোটের প্রচারে যাওয়ার পথে মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে নেমে বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় দফার প্রচারে যান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপি নেতারা। এদিন বিহারের আরারিয়া ও সহরসায় জনসভা করেন প্রধানমন্ত্রী। দিল্লি থেকে এদিন প্রথমে বাগডোগরা বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী। সেখানে বিজেপি নেতাদের সঙ্গে প্রায় ৩০ মিনিট সময় কাটান। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সেখানে ছিলেন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক ও জন বারলা। এর পর হেলিকপ্টারে করে বিহারের উদ্দেশে উড়ে যান প্রধানমন্ত্রী। বলে রাখি, মঙ্গলবার বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে।