রাজ্য
২০২১ এ পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে বুথ পিছু ভোটার সংখ্যা বেঁধে দিল কমিশন!
নিউজ বেঙ্গল ৩৬৫ ডেস্ক : কোভিড আবহের মধ্যেই এরাজ্যে বিধানসভা ভোট হওয়ার সম্ভাবনা প্রবল। সেকথা মাথায় রেখেই বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। বুথে ভোটার সংখ্যা কমানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। বুথ পিছু ভোটার সংখ্যা কমিয়ে ১৫০০ করার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। বুথে যাতে লম্বা লাইন না পড়ে, সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে, সেই জন্যই এই উদ্যোগ। এই নিয়ে আলোচনার জন্য আগামী ৯ নভেম্বর বেলা ২ টোয় সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ১০ নভেম্বর এই ইস্যুতে জেলাশাসকদের সঙ্গেও আলোচনা করবে কমিশন। এদিকে করোনা অতিমারীর কারণে এরাজ্যে স্থগিত হয়ে গিয়েছে পুরভোট।
করোনা আবহের মধ্যেই দেশে প্রথম ভোট হয়েছে বিহারে। করোনা বিধি মেনে বিধানসভা ভোট হয় বিহারে।